জাহাঙ্গীর আলম রাজু, সাভার প্রতিনিধি ঃ
আশুলিয়ায় নর্থ হেয়ার বিডি কোম্পানী লিঃ কারখানারকর্মী এক তরুনীকে গণধর্ষণের ঘটনায় ধর্ষক প্রেমিককে আটক করেছে পুলিশ। অসুস্থ ধর্ষিতার শারীরিক পরীক্ষা ও চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরন করা হয়েছে। আটককৃত ধর্ষক রাসেল মিয়া (৩২) বগুড়া জেলার সাড়িয়াকান্দি থানার কামালপুর গ্রামের আলা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী এলাকায় সজ্ঞাহীন অবস্থায় হেয়ার ক্যাপ কারখানার কর্মী কোহিনুর আক্তার @ সোনিয়াকে ((১৭) পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে পুলিশের সহযোগিতায় ঐ তরুনীকে উদ্ধার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম।
ধর্ষিতা সোনিয়ার ভাড়া বাসা ভাদাইল এলাকায় গিয়ে জানা যায়, বাবা-মা ও ছোট এক বোনকে সাথে নিয়ে একটি কক্ষে বসবাস করত। সে আশুলিয়ার জামগড়া এলাকার মৃধা ম্যানশনে চুল দিয়ে মাথার ক্যাপ তৈরীর নর্থ হেয়ার বিডি কোম্পানী লিঃ নামের কারখানার সহকারী অপারেটর পদে কাজ করতো।
ধর্ষিতার সহকর্মী মমতা আক্তার ও প্রতিবেশীরা জানান, গাজীপুরের চন্দ্রা এলাকার রাসেল মিয়া নামের এক পোশাক শ্রমিকের সাথে মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সোনিয়ার। ঘটনাটি জানাজানি হলে গত বৃহস্পতিবার একদল উশৃঙ্খল যুবক আক্রোশ থেকে রাসেলের দুলাভাই আল-আমিনকে শারিরীক ভাবে লাঞ্চিত করেন। শুক্রবার বিকেল ৩টার দিকে বাসা থেকে নিজ কর্মস্থলে বেতন উত্তোলনের কথা বলে বেরিয়ে যায় সোনিয়া। রাতে বাসায় না ফেরায় এবং সাথে থাকা মুঠোফোনটির সংযোগ বন্ধ থাকায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। তারা বিভিন্ন স্থানে খোজতে থাকে সোনিয়াকে। এরপর সর্বশেষ রাত ১০টায় গণধর্ষণের শিকার হওয়া সোনিয়াকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী এলাকায় সজ্ঞাহীন অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। পরে সোনয়িার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ধর্ষক প্রেমিক রাসেলকে আটক করেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক মোমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষিতার প্রেমিক রাসেল ও তার কয়েকজন সহযোগী মিলে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে গাজীপুরের নিয়ে গনধর্ষন করেছে। ধর্ষকরা তাকে মেরে ফেলার হুমকি দিয়ে চুপ থাকতে বলেছিল। এঘটনার সাথে জড়িতদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রেখেছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply