শনিবার, ১০ জুন ২০২৩, ০৯:৪৬ অপরাহ্ন

আড়াইহাজারে গার্মেন্টকর্মী অপহরণ মামলার আসামি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯
  • ৪৪ Time View

আড়াইহাজার(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শনিবার রাতে অপহরণ মামলার আসামি মাজহারুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তাকে স্থানীয় কাঁঠালিয়াপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার মোতালিবের ছেলে। এনিয়ে এ মামলায় গ্রেফতার হলো তিনজন। এর আগে এজাহানামীয় আসামি রাতুল ও আলমগীরকে গ্রেপ্তার গ্রেফতার করা হয়। একই মামলার অপর আসামি বড় বিনাইরচর এলাকার আফজালের ছেলে সজিব ও আনোয়ারের ছেলে আরমান এখনো পলাতক রয়েছে। তবে পুলিশ তাদের হন্যে হয়ে খোঁজছে।

 

প্রসঙ্গত. চলতি বছরের ১০ জানুয়ারি স্থানীয় প্রভাকরদী এলাকার থেকে চোখ ও মুখ বেঁধে একটি মাইক্রেবাসে করে গার্মেন্টকর্মী শাহআলম ও তার শ্যালক আরিফকে নামে এক অপরহণ করা হয়। সাতদিন আটককে রেখে অপহৃতদের পরিবারের কাছে ৩ লাখ টাকা মুক্তপণের দাবী করে তাদের ওপর নির্যাতন চালানো হয়। করা হয়। পরে আরিফ কৌশলে মুক্ত হয়ে পুলিশের হেল্প লাইন ‘৯৯৯’ কল করেন। পরে আড়াইহাজার থানার পুলিশ স্থানীয় ব্রাহ্মন্দী এলাকার আলমগীরের বাড়িতে একটি কক্ষ থেকে অপহৃত শাহআলমকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে। শাহআলম কুমিল্লা জেলার সদরদক্ষিন থানাধীন লোলবাড়িয়া এলাকার হাফেজ আহম্মেদের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা আড়াইহাজার থানার এসআই রফিউদৌলা বলেন, মামলার এজাহারনামীয় আসামি তিন অপহরণকারীকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়