এম এ হাকিম ভূঁইয়া, আড়াইহাজার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মঙ্গলবার রাতে তিন কেজী গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় তিন যুবককে আটক করা হয়। এর হলেন গোপালদীর কড়ইতলা এলাকার আমির আলীর ছেলে রিপন (২৫), রেজাউলের ছেলে সেলিম (২০) একই এলাকার জমির আলীর ছেলে হালিম (২০)। গোপালদী তদন্ত কেন্দ্রের ওসি আহসান জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোপালদীর কড়ইতলার তালতলা নামক এলাকায় অভিযান চালনো হয়। এক পর্যায়ে একটি বাড়িতে তল্লাশি করে তিন কেজী গাঁজা উদ্ধার করা হয়। এসময় তিন যুবককে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। বুধবার সকালে রিমান্ডের আবেদন করে তাদের কোর্টে পাঠানো হয়েছে। মামলা নং-২৩(৮)১৭ইং। এদিকে স্থানীয়রা জানান, গোপালদী তদন্তের ওসি আহসান গোপালদী যোগদানের পর থেকেই মাদকের বিরুদ্ধে সোর্চ্চার হয়েছেন। তিনি এরই মধ্যে মাদকের বেশ কিছু বড় চালান উদ্ধার করেছেন। বেশ কিছু চিহিৃত মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। এতে এলাকায় যুব সমাজ কিছুটা হলেও মাদকের ছোবল থেকে রক্ষা পাচ্ছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply