শিবচর, ( মাদারীপুর) : গত কয়েক বছর জ্বাবৎ আড়িয়াল খা নদে বর্ষা মৌসুমে নদী গর্ভে বিলিন হয়ে ঘর বাড়ি জন্ম ভুমি, ভিটা মাটি ছেড়ে অন্যর্তে চলে যায় আড়িয়াল খা নদীর পাড়ের পূর্ব সন্যাসিরচর গ্রামের মানুষ, বিশাল এই গ্রামটি মাত্র তিন বছরেই অর্ধেক বাড়ীর ভিটে মাটি নদীতে চলে গেলেও এখনো বসবাস করছে অনেক পরিবার, গত দু-দিন জ্বাবৎ আাড়িয়াল খা নদীর ভাঙ্গনে বেশ কিছু বাড়ী ঘর নদীতে বিলিন হয়ে যায়, গ্রামের একমাত্র চলার পথ পশ্চিম সন্যাসির চর থেকে আজগর হাওলাদার কান্দি পুরো গ্রামের মানুষ আশা যাওয়ার রাস্তার উপর ব্রিজ থেকে আড়িয়াল খা নদীর দুরত ¡মাত্র দশ ফুট, যেভাবে প্রতিদিন নদী গর্ভে বিলিন হচ্ছে তাতে দুই দিনের মধ্যেই ব্রিজ নদীগর্ভে বিলিন হওয়ার আশঙ্কা করছে এলাকাবাসি, শিবচর উপজেলা প্রশাসন জরুরি পদক্ষেপ না নিলে আড়িয়াল খা নদীতে বিলুপ্তি হয়ে যেতে পারে ব্রিজটি এবং পূর্ব সন্যাসির চর গ্রামবাসির চলাচলে সৃষ্টি হবে চরম ভোগান্তি, এবাপারে এলাকাবাসি যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনাকরছে। এরিমধ্যে সন্যাসির চর গ্রামের শত বছরের পুরাতন মানিক চৌকদারের নির্মিত চৌকদার বাড়ীর জামে মসজীদ আড়িয়াল খা নদীতে সম্পুর্ন বিলিন হয়ে যায়, ভাঙ্গন কবলিত এলাকায় মসজীদ দেখার জন্য প্রায় পনেরো দিন জ্বাবত শিবচর উপজেলার বিভিন্ন এলাকার লোকজনও সংবাদ কর্মীরা ভীর জমাতেন, মসজীদ রক্ষার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করতেন, এখন কেও আর মসজীদ দেখার জন্য আড়িয়াল খা নদীর পাড়ে যাবে না, নদী গর্ভে বিলিন হয়ে গেলো মসজীদটি।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply