বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১২:০২ অপরাহ্ন

আ.লীগ এখন বিচার বিভাগকেও আক্রমণ করছে ঠাকুরগাঁওয়ে-মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭
  • ৫২ Time View

মো. আসাদুজ্জামান শামিম, ঠাকুরগাঁও প্রতিনিধি :

আওয়ামী লীগ সব সময় হুমকি-ধামকি ও ক্ষমতার ভয় দেখিয়ে চলছে। এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন বিচার বিভাগকেও ছাড় দিচ্ছে না তারা। তিনি বলেন, আওয়ামী লীগের কাছ থেকে বর্তমানে প্রধান বিচারপতিও ছাড় পাচ্ছেন না। আগে দেখেছি উপনেতা, পাতি নেতারা ক্ষমতার দাপট চালিয়েছিল। এখন দেখছি সর্বোচ্চ নেতাও একই ভাষায় কথা বলছেন। ক্ষমতার দাপট দেখাচ্ছেন। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা শুকানপুকুরী কালীগঞ্জ এলাকায় বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন বিএনপির মহাসচিব। মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ এমন একটা ভাব দেখাচ্ছে যেন এদেশের মালিক তারা। জোতদার, জমিদার, রাজা তারা আর আমরা সবাই প্রজা। আওয়ামী লীগ হুকুম তালিম করবে, আমাদের তাদের ইচ্ছে মতো চলতে হবে। আপিল বিভাগ যেসব সত্য কথা বলেছে তা শুনে আওয়ামী লীগের মধ্যে আগুন জ্বলে উঠেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কেন বিচার বিভাগের মুখ থেকে এসব কথা বের হলো, এজন্য এখন বিচার বিভাগেও আক্রমণ করছে আওয়ামী লীগ। আমরা মানুষের অধিকার ফিরিয়ে আনতে চাই জানিয়ে তিনি বলেন, যে ভোট আপনারা দিতে পারেননি, সে ভোট আবার দেয়াতে চাই। সেজন্য সবাই ঐক্যবদ্ধ হতে হবে। এই সরকার জনগণের ওপর জেল-জুলুম, অত্যাচার চালাচ্ছে, অধিকার কেড়ে নিচ্ছে। সে অধিকার প্রতি প্রতিষ্ঠিত করতে হবে। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়