বাজাজ এবং উত্তরা মটরসের উদ্যোগে ইনভিনসিবল বাংলাদেশি ক্যাম্পেইন শুরু হয়েছে। এই ক্যাম্পেইনে সমাজের জন্য, মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে চলা মানুষগুলোর গল্প তুলে ধরা হচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার উত্তরা মটরসের তেজগাঁও করপোরেট অফিসে ইনভিনসিবল বাংলাদেশি ক্যাম্পেইনের প্রথম ভিডিও উন্মোচন করা হয়। ভিডিওটি নির্মাণ করা হয়েছে মিরসরাইয়ের ডা. জামশেদ আলমকে কেন্দ্র করে।
জামশেদ তার উপজেলায় নিরাপদ মাতৃত্বের জন্য ২০০২ সালে প্রতিষ্ঠা করেন মাতৃকা-হাসপাতাল। সাহেবদিনগর গ্রামে ২০০৪ সালে ছৈয়দুল হক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেন, এছাড়া ২০০৫ সালে মাগন বিবি ফ্রি প্রাইমারি স্কুল এবং রাফিয়া খাতুন শিশু কানন স্কুলেরও প্রতিষ্ঠাতা তিনি। এরপর নিজেদের উন্নয়ন ফোরামের মাধ্যমে সাইবেনিখিল গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের জন্য রুপাইধন প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়েছেন সামনের দিকে। জামশেদ আলমের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কুলে গড়ে তোলা হয়েছে পাঠাগার, সবাইকে বই পড়ার সুযোগ দিতে গণপাঠাগারও গড়ে তোলা হয়েছে।
ইনভিনসিবল বাংলাদেশি ক্যাম্পেইনের অনুষ্ঠানে উত্তরা মটরস জামশেদ আলমকে একটি বাজাজ ভি১৫ বাইক উপহার দিয়েছে। অনুষ্ঠানে জামশেদ আলমের হাতে বাইকের চাবি তুলে দেন উত্তরা মটরসের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মতিউর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা মটরসের ডিএমডি মুজিবুর রহমান, ডুরান্ড মেহদাদুর রহমান, এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী এমদাদ হোসেন, হেড অফ বিজনেস প্ল্যানিং নাইমুর রহমান এবং এশিয়াটিক মাইন্ডশেয়ারের অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ ডিরেক্টর তাসনুভা আহমেদ টিনা, ক্রিয়েটিভ ডিরেক্টর নূরুল হক সুমন ও সিনিয়র ম্যানেজার কাজী হাসান ফেরদৌস।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply