হাসনাত রাব্বু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি তাদেও তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। রবিবার বেলা সাড়ে ১০ টার দিকে তদন্ত কমিটির সদস্য সচিব মোঃ আলী বদ্দীন খান কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার এইচএম আলী হাসানের হাতে তুলে দেন । এসময় তদন্ত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার এইচএম আলী হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসক কর্তৃক গঠিত তদন্ত কমিটি ছাত্রী নির্যাতনের ঘটনায় তাদেও তদন্ত প্রতিবেদন শেষে জমা দিয়েছেন। এই প্রতিবেদন আজকেই মহামান্য হাইকোর্টে পাঠানো হবে। এবং হাইকোর্ট থেকে যে নিদের্শনা বা রায় ঘোষনা করা হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই মোবাবেক ব্যাবস্থা নিবে।
উল্লেখ্য, দেশরত্ন শেখ হাসিনা হলে গত ১১ও১২ ফেব্ব্রুয়ারি দুই দফায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষেও একছাত্রীকে রাতভর বিভিন্ন কায়দায় নির্যাতন করার অভিযোগ ওঠে। এঘটনায় শাখা ছাত্রলীগ সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও ফিন্যান্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তাবাসসুমসহ আরও ৭-৮জন জড়িত বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
বিষয়টি নিয়ে হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও উচ্চ আদালতের নির্দেশে জেলাপ্রশাসনের গঠন করা মোট তিনটি কমিটি তদন্তের কাজ করছেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply