হাসনাত রাব্বু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে মামলার হাজিরা দিতে এসে গণধোলাইয়ের শিকার হয়েছেন বিভিন্ন সময় নারী কেলেংকারীর নায়ক, কুষ্টিয়া বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বিভ্রান্তিমূলক মিথ্যাচার ছড়িয়ে বিদ্বেষ সৃষ্টিকারী ইবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ।
গত ২ ফেব্রুয়ারী সকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালত চত্বরে নাশকতা মামলায় হাজিরা দিতে আসেন ছাত্রদল ইবি শাখার সাবেক নেতা রাশেদুল ইসলাম রাশেদ। তার সাথে একই মামলায় আরো হাজিরা দিতে আদালতে আসেন কুষ্টিয়া সদর থানা যুবদলের সিনি. যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল বাদশা, শহর যুবদলের সদস্য সচিব জিল্লুর রহমান জনি। তারা সকলেই কোর্ট চত্বরে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। চা খেয়ে বাহির হবার সময় তার উপর এই গণধোলাই শুরু হয়।
হামলার শিকার রাশেদকে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার মাথার ক্ষত দিয়ে রক্ত পড়া বন্ধ করতে মাথায় একাধিক সেলাই দেন।
তবে কি কারণে তাদের উপর এই হামলা চালানো হয়েছে সে ব্যাপারে ভুক্তভোগীদের কেউ কিছু বলতে পারেননি। তবে চায়ের দোকানের আশেপাশে থাকা বিএনপি নেতাকর্মী বলতে থাকেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক এবং ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য পদবী ব্যবহার করে কেন্দ্রীয় নেতাদের প্রভাবিত করা এবং কুষ্টিয়া বিএনপির কতিপয় এক নেতার আস্থাভাজন হওয়ায় বিভিন্ন সময় এক গ্রুপের কথা অন্য গ্রুপে ষড়যন্ত্র মিশ্রিত অতিরঞ্জিত করে বলায়, ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন সহ নানা ধরনের অপকর্মে ক্ষিপ্ত হয়ে কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
রাশেদ এর পক্ষে এক সংবাদপত্রে বলা হয়েছে শহর ছাত্রদলের আহবায়ক সজল ও পল্লব এই হামলা করেছে। এব্যাপারে সজল ও পল্লব এর কাছে জানতে চাইলে তারা বলেন, দোকানের পাশ দিয়েই আমরা যাচ্ছিলাম গণধোলাই এবং ভিড়ভাট্টা দেখে সেখানে যেয়ে রাশেদ ভাইকে আমরা বিক্ষুব্ধ মানুষের হাত থেকে রক্ষা করি। আসোলে ঠেকানো টাই আমাদের ভুল হয়েছে।
বিষয়টি নিয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খাঁনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply