রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অস্ত্রসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার সেই রুবেল সরকার গাজীপুর সিটির মেয়র পদপ্রার্থী উত্তরায় ট্রেনের ধাক্কায় কলেজ ছাত্র নিহত সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ২ বাংলাদেশির ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ছাত্র সংসদকে টর্চারসেলে রূপান্তর, ব্যক্তিগত ক্ষোভের জেরে ছাত্র সংসদে ‘ছাত্র’ পেটালেন ছাত্রলীগ নেতা নীলফামারীতে রোজিনা হত্যার ৩ মাস পেরিয়ে গেলেও বিচার পায়নি তার পরিবার বাংলাদেশ মানবাধিকার কমিশন শেরপুর জেলা শাখার পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গণহত্যার স্বীকৃতি পেতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নামাজ পড়তে গিয়ে রিকশা হারানো সেই রশিদের পাশে তাশরিফ নতুন অস্ত্র ছাড়া মরতে সেনা পাঠাব না: জেলেনস্কি

ইভটিজিং; একটি ঘটনা ও প্রতিকার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৪৮ Time View

আকাশ ইকবাল:  গতকাল দুপুর ১২.৩০ মিনিট। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় আক্তারুজ্জামান সেন্টারের সামনে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আমার ডান পাশে আরো দুই কলেজ ছাত্রী দাঁড়িয়েছে। আমাদের সামনে উল্টো দিক থেকে রাস্তা পার হয়ে ৩টা চশমা পড়া বালক এগিয়ে আসছে। মেয়ে দুটোকে দেখে এমন ভাব নিয়েছে যেন দুনিয়াতে আর কোনো স্মার্ট বালক নেই, তারাই আছে। তিন জনের মধ্যে সামনের বালকটি চোখ থেকে চশমা হাতে নিয়ে মেয়ে দুটোর চোখে চোখ রেখে হাত তুলে হাই ডার্লিং বলে ডাক দিয়ে অন্য দিকে ফিরে গেল। দুই মেয়ে হঠাৎ অবাক চোখে তার দিকে তাকিয়ে আবার পেছনে তাকিয়ে দেখে পেছনে কোনো মেয়েকে ইশারা দিচ্ছে কিনা! আমিও তাকালাম পেছনে। কিন্তু কাউকে দেখতে পেলাম না। ছেলেগুলো দুষ্টু হাসি দিয়ে অন্য দিকে তাকিয়ে হাসছে। পরে শুনতে পাচ্ছি মেয়ে দুটা এক জন আরেক জনকে বিভিন্ন রকম কথা বলছে। হঠাৎ আমার মুখ দিয়ে বের হয়ে গেল, বাজে ছেলে দেখতেও লাগছে ইভটিজারের মতো। এমন সময় পাশ থেকে একজন বলছে, আর বলবেন না ভাইয়া এই ছেলে গুলো আমাদের কলেজের সামনে গিয়েও আমাদের বিভিন্ন কথা বলে। এমন দিন নেই যে দিন ওরা আমাদের ডিস্ট্রাব করে না। অন্য মেয়ে বলছে, মাঝে মাঝে ইচ্ছে হয় ঘর থেকে বাইর না হতে। আমি চুপ করে থাকতে না পেরে বললাম, তাদরে সুযোগ করে দিচ্ছেন তো আপনারা। দেশে ইভটিজিং বিষয়ে কঠোর আইন আছে, কিন্তু আইনের সঠিক প্রয়োগ কম। আইনের সঠিক প্রয়োগ নেই বলেই ইভটিজাররাও সুযোগ পাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে ইভটিজিং বন্ধ করতে হলে কী করতে হবে? প্রতিকার কী? প্রতিকার হচ্ছে যারা ভুক্তভোগীদের প্রতিবাদ। এই ধরেন আপনারা দুজন। আপনারা দুজন প্রতিদিনই এই তিন ইভটিজারদের কাছে ইভটিজিং এর শিকার হচ্ছেন। আপনারা সাথে সাথে প্রতিবাদ না করে সহ্য করে থাকেন বলেই সাহস পাচ্ছে। আপনারা যদি ওদের ভয়ে চুপ করে থাকেন তো ওরা সুযোগ আরো পাবে। একদিন দেখবেন হয়তো তারা আপনাদের হাত ধরে টানাটানি করছে। আপনাদের মধ্যে ভয় কাজ করতে করতে সেদিনও আপনারা চুপ করে থাকবেন। হয়তো একদিন মুখে মুখোশ লাগিয়ে কালো মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বাসার সামনে রেখে যাবেন। তখন আপনারা কিছুই করতে পারবেন না। এখন থেকে সোচ্চার হোন। প্রতিবাদ করুন। আগামীকাল যখন এই সময় ইভটিজিং করবে তখন নিচের দিকে তাকিয়ে আর দুজনের মধ্যে সমালোচনা সীমাবদ্ধতা না রেখে সবাইকে একটা করে থাপ্পর লাগিয়ে দিবেন। এটা না করতে পারলে মুখে যা আসবে তা বলে অপমান করে দিবেন। এরপর তারা যদি ভদ্র পরিবার সন্তান হয়তো দ্বিতীয় দিন থেকে আপনারাদের পেছনে আর লাগবে না। বাজে মন্তব্য করবে না। তৃতীয় দিন থেকে যদি আবার এগুলো করে তাহলে আইনের আশ্রয় নিবেন না হয় কলেজের অধ্যক্ষ কে বিচার দিবেন। প্রয়োজন হলে শিক্ষার্থীদের মধ্যে জনমত গড়ে তুলবেন। ক্লাশ বর্জন করবেন। প্রয়োজন হলে ধর্মগড় ও মিছিল সমাবেশ করবেন। ভুক্তভোগী আপনারা। আপনারা মেয়ে বলে নরম হয়ে থাকলে চলবে না। শক্ত হতে হবে। এই দেশে ইভটিজারদের সংখ্যা হাতে গনা নগন্য। আপনাদের সংখ্যা বেশি। আপনারা সোচ্চার হলে তাদের খুঁজেও পাওয়া যাবে না। আমার বক্তব্যে তাদের উত্তর পেলাম।  আপনি ঠিক বলেছেন, আগামীকাল থেকে আর চুপ থাকবো না। ওদের উচিৎ শিক্ষা দিয়ে ছাড়বো।
এভাবে যদি আমাদের দেশের প্রতিটা নারী ইভটিজারদের বিরুদ্ধে সোচ্চার হয় তাহলে ইভটিজিং এর হার অনেকটা কমে যেতে পারে। আমাদের সামাজিক চরম অবক্ষয়ের নির্দশন এই ইভটিজিং হওয়ার অন্যতম প্রধান কারন হচ্ছে নৈতিকতাবোধ ও সামাজিক শৃংখোলাবোধের অভাব। আরেকটি বড় অভাব হচ্ছে সঠিক আইনের। প্রচলিত আইনে বখাটেদের যে শাস্তির বিধান আছে তা হলো-  ঢাকা মহানগর পুলিশ আইনের ৭৬ ধারা ও দন্ডবিধির ৫০৯ ধারা অনুযায়ী এ অপরাধের জন্য এক বছরের কারাদন্ডসহ ২০০০ টাকা জরিমানার বিধান আছে এবং নারী ও শিশু নির্যাতন আইনের ১০ নং ধারায় যৌন নিপীড়ন ও শ্লীলতাহানীর জন্য দশ বছরের কারাদন্ডের বিধান আছে। কিন্তু দুঃখের বিষয় অনেক সময় পুলিশ দুই হাজার টাকা কিংবা আরো বেশি টাকা খেয়ে ইভটিজারদের ছেড়ে দেয়। এতে তারা আরো বেশি সুযোগ পাচ্ছে। এ সব আইনের সঠিক প্রয়োগসহ আরো কঠোর শাস্তির বিধান করে তা বাসত্মবায়ন করতে হবে।  ইভটিজিং স্পষ্টভাবে মানবাধিকার লঙ্গন। তাই এ অপরাধের জন্য মানবাধিকার লঙ্গনের শাস্তির ব্যবস্থাসহ সঠিক ভাবে বাসত্মবায়ন করতে হবে সরকারকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়