শৈলকুপা (প্রতিনিধি): ঝিনাইদহের শৈলকুপায় ইভটিজিং এর দায়ে ৩ বখাটেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,
শৈলকুপা উপজেলার কাঁচেরকোল মরিয়ম নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে (জেএসসি পরীক্ষা কেন্দ্রে) পরীক্ষা শুরুর পূর্বে মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে তিন বখাটেকে হাতেনাতে ধরা হয়।
তাদের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে দন্ডবিধি, ১৮৬০ এর ৫০৯ ধারায় প্রত্যেককে ১ হাজার করে মোট ৩ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
অভিভাবকদের উপস্হিতিতে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়।
Leave a Reply