অনলাইন ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্পের ব্যক্তিগত সহকারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে হোয়াইট হাউসের অন্তত তিন কর্মীর শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেল।
শনিবার গণমাধ্যমের খবরে এমন তথ্য জানা গেছে। এনডিটিভি জানিয়েছে, ট্রাম্পের কন্যাকে ব্যক্তিগতভাবে সহযোগিতা করছেন ওই কর্মী। যদিও গত কয়েক সপ্তাহ ধরে তিনি তার কাছে ছিলেন না এবং গত দুই মাস ধরে টেলিযোগাযোগের মাধ্যমে ইভানকাকে সহায়তা করতেন
ওই ব্যক্তিগত সহকারীর কোনো উপসর্গ দেখা যায়নি। ইভানকা ও তার স্বামী জেয়ার্ড কুশনারের করোনা পরীক্ষা করা হয়েছে শুক্রবার। দুজনেরই নেগেটিভ এসেছে জানিয়েছে ঘনিষ্ঠ সূত্র।
বৃহস্পতিবার হোয়াইট হাউজে থাবা বসায় করোনা। ট্রাম্পের ব্যক্তিগত পরিচারকের কোভিড-১৯ ধরা পড়ে। আর শুক্রবার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বার্তা সচিব কেটি মিলারের করোনা পজিটিভ আসে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply