নতুন একটি টেলিছবিতে কাজ করছেন চিত্রনায়ক ইমন এবং অভিনেত্রী প্রভা। মাহমুদ দিদারের রচনা এবং পরিচালনায় টেলিছবির নাম ‘না জাগতিক না পুরান’।
এই টেলিছবিতে ইমন-প্রভার সহশিল্পী হিসেবে রয়েছেন শবনম ফারিয়া ও মামুনুর রশীদ। গত বৃহস্পতিবার থেকে এই টেলিছবির কাজ শুরু হয়। আর রবিবারে এর শুটিং হয় বান্দরবানে। বান্দরবনের শৈলপ্রপাতে ঝর্নার পানিতে শুটিং করে ইমন।
এদিকে জানা যায়, ঝর্ণার পানিতে শট দিতে গিয়ে ইমন একসময় পানিতে ভেসে যান। এসময় ঝর্নার পানিতে পাথরে ধাক্কা খেয়ে হাত, পায়ে প্রচণ্ড ব্যাথা পান। শরীরের অনেক অংশ থেঁতলেও যায় তার। অল্পের জন্য বেঁচে যান তিনি।
ইমন বলেন, ‘কাজটি ভাল হয়েছে। আমি কিছু শট রিস্ক নিয়ে করেছি। পরিচালক আর আমার সহশিল্পী অনেক কো-অপারেটিভ ছিল। আমি চেষ্টা করেছি ভাল একটা কাজ করার। ’
নির্মাতা মাহমুদ দিদার বলেন, ‘ ইমন-প্রভাসহ শবনম ফারিয়া বা মামুন স্যার অনেক হেল্প করেছে ভাল একটি কাজ উপহার দেওয়ার। এই কাজটি আমি ভিন্নভাবে করতে চেষ্টা করেছি। নির্মাণ ও লোকেশনে বৈচিত্র আছে। আশা করি সবার ভাল লাগবে। ‘ নির্মাতা আরও জানান,আগামী ঈদে এটি চ্যানেল আইতে প্রচার হবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply