মোমিনুল ইসলাম জামালপুর থেকে :
জামালপুরের ইসলামপুরে ট্রাক চাপায় মোঃ হামিদুল ইসলাম (৩০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মো: হামিদুল ইসলামের বাড়ি মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভা বির আদিয়ার পাড়া গ্রামে।সে ওই গ্রামের আব্দুল খালেক মৌলভী স্যারের ছেলে।
সোমবার ১৮মে বিকাল সাড় ৫টার দিকে জামালপুর – ইসলামপুর মহাসড়কে ইসলামপুর উপজেলা জনস্বাস্থ্য কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হামিদুল ইসলাম এসিআই ফার্ম লি. এ বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। স্হানীয় সুএে জানা যায়,ইসলামপুর থেকে কোম্পানির কাজ শেষে বাড়ি ফেরার পথে একটি মালবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে ঘটনার স্থলেই মারা যায়। সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মো: সুমন মিয়া ঘটনার নিশ্চিত করে বলেন, ঘটনা স্হলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply