শুক্রবার, ০২ জুন ২০২৩, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ঈদ যাত্রায় মহাসড়কে যাত্রীদের ভোগান্তি কম হবে : মহাসড়ক সচিব

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ১৯ Time View

 

 

আঃ রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধিঃ

 

ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে যনজট নিরসনে নানা পদক্ষেপ গ্রহন করায় অন্য বছরের তুলনায় এবার যানজট কম হবে বলে মন্তব্য করেছেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।

তিনি বলেন, বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। পদক্ষেপগুলো বাস্তবায়নে আমরা বিভিন্ন প্রস্ততি নিয়েছি। আশা করছি সকলের প্রচেষ্টায় ঈদযাত্রায় মহাসড়কে যাত্রীদের ভোগান্তি অনেকাংশে কম হবে। মহাসড়কে কোন দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। বঙ্গবন্ধু সেতু দিয়ে মোটরসাইকেল পারাপারের জন্য আলাদা লেন করা হয়েছে।

মহাসড়ক সচিব বলেন, মহাসড়কে ঈদের যাত্রীদের সেবা নিশ্চিত করতে প্রশাসনের সাথে আমিও মাঠে থেকে খোঁজখবর রাখবো। এছাড়া মহাসড়কের ৩২টি পয়েণ্টে পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টরা দায়িত্ব পালন করবেন। ঈদযাত্রায় ট্রাক চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। রোববার(১৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদুল ফিতর উপলক্ষে সড়ক পথে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সড়ক বিভাগের প্রধান প্রকৌশলী মো. ইসহাক, বিআরটিএ- এর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঈদ যাত্রায় বিগত সময়ে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হতো। বিশেষ করে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় পর্যন্ত ডিভাইডার বিহীন(সড়ক বিভাজন) দুই লেন হওয়ায় সাড়ে ১৩ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট হচ্ছিল। স্বাভাবিক অবস্থায় বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রতিদিন ১৮-২০ হাজার যানবাহন পারাপার হয়। ঈদের আগে-পরে ৪৫-৫০ হাজার যানবাহন পারাপার হয়।

গত ঈদযাত্রায় একদিনে ৫৩ হাজারের বেশি যানবাহন পারাপার হওয়ার রেকর্ড রয়েছে। স্বাভাবিকের চেয়ে অধিক যানবাহন পারাপার হওয়ায় দুই লেনের সড়কে জট লেগে যায়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়