Amar Praner Bangladesh

উজিরপুরে ছাত্রদল নেতা সাইদুলের বহিষ্কারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সভা

উজিরপুর প্রতিনিধি ঃ

উজিরপুর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইদুল বেপারী টাকার বিনিময়ে বামরাইল ইউনিয়ন ছাত্রদলের অবৈধ পকেট কমিটি গঠনের পায়তারা করার প্রতিবাদে গতকাল সকাল ১০ টায় বামরাইল ঢাকা-বরিশাল মহাসড়কে ক্ষুদ্ধ ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে বামরাইল এ.বি.মাধ্যমিক বিদ্যালয়ের সামনে প্রতিবাদ সভা করেছেন। সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদল নেতা সোহেল দেয়ান, মোঃ আহসান মিয়া জুয়েল, এনামুল হোসেন, এস.এম.আসমাউল, মোঃ আবদুল¬াহ, মোঃ তরিকুল ইসলাম, রবিউল ইসলাম, অনিক খান, চয়ন খান প্রমুখ। ক্ষুদ্ধ নেতাকর্মীরা বলেন সাইদুল দীর্ঘ ১৪ বছর ধরে উপজেলা সাংগঠনিক পদে রয়েছেন। তার ভগ্নিপতি আ’লীগের নেতা জাকারিয়া মেম্বারের ছত্রছায়ায় জমি দখল সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে এবং বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠনের নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় এবং এতে ত্যাগী নেতাকর্মীরা পদ থেকে বঞ্চিত হয়। যেন সাইদুল বেপারী সন্ত্রাসী বাহিনী নিয়ে এলাকায় রামরাজত্ব কায়েম করছেন। এর প্রতিবাদ করলে নেতাকর্মীদের মিথ্যা মামলা ও দলীয় পদ থেকে বঞ্চিত করার হুমকি দেয়। সভায় নেতাকর্মীরা সাইদুলের বহিষ্কারের দাবী জানান। অচিরেই সাইদুলকে দল থেকে বহিষ্কার না করা হলে মানববন্ধন সহ কঠোর আন্দোলনের ঘোষনা দেয়।