উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাববাড়ি গ্রামে গত মঙ্গলবার সন্ধ্যায় দিনমজুরের শিশু কন্যা ও গাববাড়ি নুরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেনির ছাত্রী(৯) ধর্ষিত হয়েছে। গতকাল বুধবার উজিরপুর মডেল থানায় শিশুর পিতা ধর্ষন মামলা দায়ের করেছে । পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করেছে। ধর্ষিতাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হযেছে। উজিরপুর থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাববাড়ি গ্রামের দিনমজুরের শিশু কন্যা(৯) মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে মাঠে খেলতে যান। খেলা শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে পাশ্ববর্তি বাগানের কাছে পৌছলে একই গ্রামের সুলতান সিকদারের বখাটে পুত্র চাচাতো ভাই নাঈম সিকদার(১৮) শিশুটিকে মুখ চেপে বাগানের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে পালিয়ে যায়। স’ানীয় জালাল সিকদারসহ একাধিক পথচারী জানান, তারা বাগানের পাশ দিয়ে নিজ বাড়ি ফেরার পথে মেয়েটির কান্না শুনে এগিয়ে গিয়ে শিশুটিকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস’্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওই রাতে মেয়েটিকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে। ধর্ষক নাঈম উজিরপুর থানা হাজতে বসে গতকাল বুধবার ধর্ষনে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, বখাটে নাঈম কর্তৃক শিশু ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বুধবার ধর্ষিতার বাবা বাদি হয়ে বখাটে নাঈমকে আসামি করে উজিরপুর মডেল থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে। পুলিশ গতকাল সকালে ধর্ষককে উপজেলার গাববাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষিতা শেবাচিমে চিকিৎসাধীন রয়েছে। সুস’্য হলে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply