আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধি :
সৌদিআরবের ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে একটি ব্যতিক্রম ঘটনা,কিং আব্দুল আজিজ উট ফেস্টিভ্যালে রেসে অংশ নিয়ে হেরে গিয়ে সৌদির এক নারী তার উটের পিঠে করে একলা রাজধানী রিয়াদ থেকে জেদ্দা শহরের অভিমুখে যাত্রা শুরু করেন ।
দেশটিতে গাড়ি চালু হওয়ার পর থেকে উটের মাধ্যমে এত দূরত্বে ভ্রমণকারী প্রথম মহিলা হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাতে যাচ্ছেন সৌদি নারী রাশা আল-কুরাশি ।
উটের মালিক রাশা আল-কুরাশি গত ১ সেপ্টেম্বর রাজধানী রিয়াদ থেকে জেদ্দার উদ্দেশে এ যাত্রা শুরু করেন এবং ১৪টি স্থানে যাত্রা বিরতির মাধ্যমে জেদ্দাতে পৌঁছাবেন ।
এর আগে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে কিং আব্দুল আজিজ উট ফেস্টিভ্যালে রেসে যদি তিনি হেরে যান তবে সেখানে থেকে তার উটের পিঠে করে নিজ বাসস্থানে ফিরে যাবেন ।
আগামী ২৩সেপ্টেম্বর সৌদি আরবের জাতীয় দিবসে তার এই যাত্রা শেষ হবে বলে আশা করা হচ্ছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply