Amar Praner Bangladesh

উত্তরখান আপন নিবাস বৃদ্ধাশ্রমে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ

 

 

নাছিমা বৈশাখীঃ

 

এস এস সি ক্লাব ৯৪ বি.ডি. ব্যাচের আমেরিকা ও অস্ট্রেলিয়া প্রবাসী বন্ধুদের আহবানে উত্তরখানে অবস্থিত আপন নিবাস বৃদ্ধাশ্রমে অবহেলিত মায়েদের জন্য ঈদ খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, এস এস সি ৯৪ এডমিন প্যানেল এর এস আই আন্নানউল আলম তারা সহ ৯৪ বি.ডি.র বন্ধুরা। এ সময় আপন নিবাস বৃদ্ধাশ্রম এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দা সেলিনা শেলী বলেন,”আমরা পথ থেকে কুড়িয়ে আনা মায়েদের স্থায়ী আশ্রয়ের জন্য উত্তরখান তেরমুখে একটি জমি ক্রয় করেছি। সবার প্রতি আমার আকুল আবেদন ভবন নির্মানের জন্য ইট,বালি, রট, সিমেন্ট দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন।

উক্ত সংগঠনটি সবসময়ই সামাজিক কার্যক্রম পরিচালিত করে আসছে। প্রবাসী বন্ধু ইরফানখাঁন, জাকির খাঁন ও আবির হোসেন পাভেল সহ অনেক বন্ধুরাই দূর থেকে সম্পৃক্ত থাকেন। উপস্থিত ছিলেন, কার্যকরী পরিষদের বন্ধুরা, হাজী মাসুদ কিরণ, কিচরিয়া, মাসুদ, ইসমাইল, কামরুল, দ্বীন ইসলাম, দেলোয়ার, রেজাউল, শামীমা আক্তার, রাজীব, নাঈম কাজল সহ অন্যান্য বন্ধুরা। এসএসসি ক্লাব ৯৪ বিডি’র সকল কার্যকর ওয়েব সাইটে বিস্তারিত দেওয়া আছে।

www.ssclub94bol.com