এ আর মজিদ শরিফ:
রাজধানী উল্টরার নিকটবর্তী উল্টরখান এর তেরমূখ এলাকায় নদীর মোহনায় গাছ-গাছালী সবুজের সমারহকে হত্যা করে গড়ে তুলেছে ইটের ভাটা এসব ইটের ভাটায় গাছ পুড়িয়ে পরিবেশ নষ্ট করে ইট পোড়ানো হয় অন্য দিকে শিশু শ্রমের অভিযোগ উঠেছে এসব ইট ভাটা মালিকদের বিরুদ্ধে । পরিবেশের ছাড়পত্র বিহীন এসব ভাটা চলে স্থানীয় সন্ত্রাস আর সান্ডা-পান্ডাদের দাপটে ।
স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে মাসিক চাদা দিয়ে কয়লার পরিবর্তে গাছ পুড়িয়ে আকাশ-বাতাস কালো বিষাক্ত ধোয়ায় আচ্ছন্ন করে চালাচ্ছে এই অবৈধ ইটের ভাটা। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা আসলে, সারা জীবনের জন্য ইট ভাটা চুংঙ্গার (চিবনী) সামনে ফেলে রাখা কয়লা দেখিয়ে বলে এই যে আমরা কয়লা দিয়ে ইট পোড়াই। আর তাদের জন্য থাকে টাকা ভর্তি প্যাকেট , সব হয়ে যায় ম্যানেজ সব অনিয়ম হয় নিয়ম।
এলাকা বাসীর সাথে কথা হলে তারা জানায় এই ইট ভাটার কারনে আমাদের এলাকার পরিবেশ দূষন হচ্ছে এবং নদীর সৌর্ন্দয্য হারিয়ে ফেলছে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের নজরে এনে যথাযথ ব্যবস্থা না নিলে সম্পূর্ন এলাকা পরিবেশের ভারসাম্য হারাবে ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply