নার্গিস আক্তার :
রাজধানী উত্তরা জুড়ে হোটেল সহ বাসা বাড়ীতে চলছে কলেজ পড়ুয়া মেয়েদের দিয়ে অনৈতিক কার্যকলাপ। আর এই কার্যকলাপের মূলহোতা রানা ওরফে দালাল রানা। সে ছিল এক সময়ের, এক পতিতা হাউজের ম্যানেজার, সেখান থেকে পতিতা হাউজের মেয়েকে নিয়ে স্ত্রী পরিচয়ে চালাচ্ছে রমরমা দেহ ব্যবসা।
আর সেই দেহ ব্যবসার ঢাল হিসাবে ব্যবহার করছে বিভিন্ন প্রতিষ্ঠানের আইডি কার্ড। সবাইকে বলে আমি এয়ারপোর্টে চাকুরী করি। অথচ তার মুল ব্যবসা হচ্ছে অল্প বয়সী সুন্দরী মেয়ে যোগান দেওয়া, সরকারি বেসরকারি চাকুরীজীবিদের বাসায় ডেকে এনে তাদের ভোগ বিলাশের মনোরঞ্জনের ব্যবস্থা করাই তার মূল কাজ। তার কথা শুনলে যে কোন কেউ তার ফাঁদে পড়ে যাবে।
কুখ্যাত দেহ ব্যবসায়ী রানার চলাফেরা দেখলে মনে হবে কোন ধনাঢ্য পরিবারের সন্তান। অনলাইন সহ বিভিন্ন কায়দায় সাধারণ মানুষকে ফাঁদে ফেলে শেষ করেছে বহু মানুষের জীবন। নাম বলতে অনিচ্ছুক এক মহিলা জানান দেহ ব্যবসায়ী রানার ফাদে পড়ে অনেক মেয়ে হারিয়েছে তার সতিত্ব। অনুসন্ধানে জানা যায় রানা একজন নিয়মিত দেহ ব্যবসায়ী। থাকে উত্তরায় প্রিয়াংকা সিটির আবাসিক বাড়িতে।
তার জন্ম স্থান বরিশাল। রানার বিরুদ্ধে কোন কেউ মুখ খুললে তাকে জানে মেরে ফেলবে বলে জানায়। তাই মুখ খুলতে কেউ রাজি নন। অনুসন্ধান করে বিস্তারিত থাকবে আগামী সংখ্যায়। চোখ রাখুন দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকায়।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply