(প্রশাসনের ব্যর্থতার কারণে রাজউকের পরিকল্পিত আবাসিক এলাকায় শপিংমলের স্বেচ্ছাচারিতার কারণে সৃষ্ট পার্কিংয়ে তীব্র যানজট- মানুষের চলাচলের দুর্ভোগ এখন চরমে।)
নার্গিস আক্তার :
রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ উত্তরা আবাসিক এলাকাকে একটি আদর্শ সিস্টেমের মধ্যে আধুনিকায়ন করলেও এখানে অবস্থানরত বিভিন্ন শপিংমল এবং বেসরকারি বেশ কিছু ক্লিনিক ও হাসপাতালকে কেন্দ্র করে সব সময় উত্তরার প্রধান প্রধান সড়কসহ অলিগলিতে লেগে থাকে যানজট । এসব রাস্তা দিয়ে চলছে মন্ত্রী এমপি সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও । সবার চোখের সামনেও উত্তরায় অবস্থিত বড় বড় শপিংমল গুলোর সামনে গাড়ি পার্কিংয়ের কারণে সব সময় লেগে থাকে তীব্র যানজট। এসব শপিংমলের আন্ডারগ্রাউন্ডে কিংবা গ্রাউন্ড ফ্লোরে গাড়ি পার্কিংয়ের রাখার ব্যবস্থা থাকলেও তারা গাড়ি পার্কিংয়ের জায়গায় অধিক লাভের আশায় দোকান করে ভাড়া দিয়ে প্রধান সড়কে গাড়ি পার্কিং এর ব্যবস্থা করে একচেটিয়া অবৈধভাবে ব্যবসা করে যাচ্ছে বলে জানা যায়।
এসব বিষয়ে সংশ্লিষ্ট রাজউকের অসাধু কিছু কর্মকর্তারা আঁতাত করে তাদেরকে এই সুযোগ করে দিয়েছে বলে জানা যায় । এসব এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ রাও শপিং মলের সামনে অবস্থানরত গাড়ির পার্কিংয়ের বিষয়ে কোনো ব্যবস্থা নিতে পারেনা বলে জানা যায়। খোঁজ নিয়ে জানা যায় উওরা রাজলক্ষ্মী এলাকা থেকে শুরু করে জসিমউদ্দিন,আজমপুর হাউজ বিল্ডিং এলাকায় অবস্থানরত প্রায় শপিংমল গুলোর মালিক কিছু এমপি এবং বড় বড় আমলারা হওয়াতে নীরবে সবাই যানজটের ভোগান্তি ভূগলেও মুখ খুলে না ভয়ে।
এ বিষয় নিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে দৈনিক আমার প্রাণের বাংলাদেশের কথা হলে তিনি জানান আমরা কোন পার্কিং ছাড়া কোন ইবাদত কিংবা শপিং মলের অনুমতি দেয় না সেই ক্ষেত্রে কেউ যদি পার্কিংয়ের জায়গায় দোকান কিংবা ফ্লাট তৈরি করে অধিক লাভবান হওয়ার আশায় গাড়ি পার্কিংয়ের জায়গা ব্লক করে দিয়ে রাস্তায় যানজট সৃষ্টি করে । তার বিরুদ্ধে এবং ওই শপিংমলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply