Amar Praner Bangladesh

উত্তরায় কাভার্ডভ্যান চাপায় নিহত ৩

 

 

নিজস্ব প্রতিবেদকঃ

 

রাজধানীর উত্তরায় কাভার্ডভ্যান চাপায় এক নারীসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে আজমপুর রবীন্দ্র সরণি এলাকায় আমির কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- এনামুল হক, হনুফা ও অনিক। ঘটনাস্থলে দুজন এবং অনিক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে আজমপুর রবীন্দ্র সরণি এলাকায় আমির কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে আসে পুলিশ।