মনির হোসেন (শিশির) :
রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ৯ নম্বর সেক্টর এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে মোহাম্মদ আলী (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে ৯ নম্বর সেক্টরের ৩/বি নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক বিকেল ৫টায় মৃত ঘোষণা করেন।
তার সহকর্মী মো. আলাল হোসেন জানান, তারা নির্মাণাধীন ৩ তলা ভবনটিতে কাজ করছিলেন। ভবনের নিচে থেকে ইট মাথায় করে সিঁড়ি বেয়ে তিন তলায় উঠাচ্ছিলেন মোহাম্মদ আলী। তখন ৩ তলা থেকে নিচে পড়ে যান। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোহাম্মদ আলীর বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায়। বাবার নাম জব্বার আলী। বর্তমানে ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply