সোহরাব হোসেন :
উত্তরা গার্লস হাই স্কুল এন্ড কলেজে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরাল উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠান- ২০২২ অনুষ্ঠিত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান এমপি, সদস্য, পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, চেয়ারম্যান কুর্মিটোলা হাসপাতাল এবং যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগ।
সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নূরুল আমিন, চেয়ারম্যান, গভর্ণিং বডি, উত্তরা গার্লস হাই স্কুল এন্ড কলেজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, উত্তরা পূর্ব থানা আওয়ামীলীগ, ঢাকা মহানগর উত্তর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জনাব কুতুব উদ্দিন আহমেদ, কমান্ডার, উত্তরা পূর্ব ও পশ্চিম থানা মুক্তিযোদ্ধা কমান্ড এবং সাবেক সভাপতি, উত্তরা পূর্ব থানা আওয়ামীলীগ, ঢাকা মহানগর উত্তর, মোঃ শাহিনুর মিয়া, অধ্যক্ষ নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ এবং সভাপতি, কার্যনির্বাহী কমিটি, বঙ্গবন্ধু শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট। অধ্যক্ষ মোঃ হযরত আলী স্যার সহ অত্র প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রীদের অভিভাবক সহ উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল হয়েছে।
অনুষ্ঠানে সকল প্রাক্তন শিক্ষার্থীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানের শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব হাবিব হাসান বলেন, বঙ্গবন্ধু আমাদের আদর্শ। তাঁর জীবন প্রণালি আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। উত্তরা গার্লস হাই স্কুল এন্ড কলেজ সবসময় স্বাধীনতা ও মুক্তিযোদ্ধার প্রতি সম্মান রেখে পথ চলে আসছে। এই প্রতিষ্ঠানের সকল উন্নয়নে আমার সকল প্রকার সহযোগীতা সবসময় থাকবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply