রবিউল আলম রাজু/নারগিস আক্তার :
রাজধানীর উত্তরায় উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম,বিমানবন্দর ও খিলক্ষেত থানার যৌথ উদ্যোগে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনের মধ্য দিয়ে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহ সভাপতি-বীর মুক্তিযোদ্ধা শরিফ আশরাফ আলী। অনুষ্ঠানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি থানায় সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত হয় এবং একটি থানায় প্রতিদ্বন্দ্বি বেশি হওয়ায় কমিটি স্থগিত করা হয়েছে।
উত্তরা পূর্ব থানা কৃষক লীগের সভাপতি জামাল হোসেন লাবু,সাধারণ সম্পাদক -রাসেল মন্ডল যুগ্ন সাধারণ সম্পাদক -মেহেদি হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিম উদ্দিন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply