সামছুদ্দিন জুয়েল :
ঢাকা মহানগরের উত্তরা পশ্চিম থানা আওয়ামী মৎস্যজীবী লীগের ৫৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক দেলোয়ার হোসেন ও সদস্য সচিব আব্দুল জলিল এই কমিটির অনুমোদন দেন। আগামী তিন বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওেয়া হয়েছে। কমিটির সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি নির্দেশনাও প্রদান করা হয়। কমিটির সভাপতি শ্রী রাম চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন ভূইয়া।
উত্তরা ৭নং সেক্টর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে এক অনুষ্ঠানে এই কমিটির অনুমোদন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান এমপি উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে তিনি উপস্থিত হতে পারেননি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক দেলোয়ার হোসেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব মোঃ আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আফছার উদ্দিন খান, কাউন্সিলর ১ নং ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, মোতালেব মিয়া কাউন্সিলর ৪৭ নং ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ (খোকা) সভাপতি, ১নং ওয়ার্ড ঢাকা মহানগর উত্তর, মুহাম্মদ সামসুদ্দিন লাভলু, সদস্য ঢাকা জেলা পরিষদ। মুহাম্মদ সালাউদ্দিন লাভলু, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply