ইমরান হোসাইন:
সারাদেশে চলছে ভেজাল পণ্যের প্রদর্শন, সবত্রই ভেজাল খাবার পণ্য ফল-মূল , শাকসবজি, মাছ-মাংস সবই ভেজাল মোট কথা গোটাদেশে ভেজালের সয়লাব কিন্তু এবার উত্তরা এয়ারর্পোটের পিছনে বাউনিয়া বদলদি মেইন রোড বøক/সি হাউজ নং-০৫, তুরাগ, ঢাকা। ছয়তালা বিল্ডিং এর নিচ তালার ফ্লোরে তৈরী হচ্ছে বিদেশী ব্রান্ডের নামে নকল মোবিল। এসব মোবিল সংগ্রহ হচ্ছে পোড়া পুরানো নষ্ট ফেলে দেওয়া অন্য গাড়ির মোবিল থেকে।
চাকচিক্য কৌটায় বিদেশী নাম ব্যবহার করে ধোকা দিচ্ছে এসব অবৈধ কোম্পানির মালিকরা। দৈনিক আমার প্রাণের বাংলাদেশের একটি অনুসন্ধানী টিম উত্তরা এয়ারপোর্টের পিছনে ছয়তালা বিল্ডিং এর নিচ তলায় গেলে দেখে ডনজিং ক্যামিকেল কোম্পানি লিমিটেড কোরিয়া বাই মিরাআঙ্কেল প্লাস বাংলাদেশ নামে মাইলফলক। ভিতরে প্রবেশ করতেই তেরে আসে একদল সন্ত্রাসী টাইপের লোকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে গোপন ক্যামেরায় ভিডিও করে বুঝতে পারি এটি একটি নকল মোবিল কোম্পানি ।
এই নকল মোবিল কোম্পানির মালিক আব্দুর রহমান সরকার বিদেশী লোকের ভাব ধরে নিজেকে বিজ্ঞানীর মতো উপস্থাপন করে ইনিয়ে বিনিয়ে বুঝায় তিনি মোবিল তৈরীর মাস্টার। মূলত তিনি মোবিল চোর এবং প্রতারক । আরোও খোজঁ নিয়ে জানা যায় মোবিল তৈরীর এই অবৈধ কারখানার বিল্ডিংটির মালিক তারই আপন ভগ্নিপতি জাবেদ সরকার সবকিছু সামলায় ।
প্রশাসনকে মাসিক টাকা, দেয়া সাংবাদিক ম্যানেজ করা , স্থানীয় নেতাদের সাথে সু-সর্ম্পক নিকটবর্তী পুলিশ ফাড়ির আইসি এস আই সাফিউল আলমকে নিজের এই অবৈধ কাজকে চালিয়ে নিতে ম্যানেজ করার বিষয়ে কাজ করে যায় । বিষয়টি প্রশাসন কিংবা সংশ্লিষ্ট দপ্তর তদন্ত করে দেখলে কেচোঁ খুড়তে সাঁপ বেড়িয়ে আসবে বলে মনে করছে সবাই।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply