রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রয়োজনে ডিবি পুলিশকে সহযোগিতা করবো: হিরো আলম আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান মারা গেছেন ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, সহযাত্রীর নাম বাধ্যতামূলক কুষ্টিয়ায় সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রী’র সাংবাদিক সম্মেলন তুরাগে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ওমরাহ পালনকালে কাবার সামনে স্ত্রীর মৃত্যু, মক্কাতেই দাফন টঙ্গীতে নির্বাচনী প্রচারে না যাওয়ায় ব্যবসায়ীর দোকানে হামলা কাউন্সিলর প্রার্থীর জলঢাকায় জলমহাল ইজারায় যোগ্য সমিতির স্থলে ভায়া সমিতিকে ইজারা প্রদানের অভিযোগ মতিউর রহমান ও শামসুজ্জামানের বিরুদ্ধে মামলায় ৪১ নাগরিকের প্রতিবাদ পুলিশের ধাওয়া খেয়ে টিনের চালে চোর, নামালো ফায়ার সার্ভিস

উত্তরা মডেল একাডেমির শিক্ষা সফর-২০১৮ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ মার্চ, ২০১৮
  • ৫৮ Time View

মো : ইলিয়াছ মোল্লা : প্রতিবছরের ন্যায় এবারও দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন ও সাংস্কৃতিক অনষ্ঠানের মধ্যে দিয়ে এবং ছাত্র-ছাত্রীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়েও অনুষ্ঠিত হলো রাজধানীর উপকন্ঠে তুরাগের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উত্তরা মডেল একাডেমির ১০তম শিক্ষা সফর-২০১৮ অনুষ্ঠিত হয়েছে । ছাত্র ছাত্রী ও তাদের অবিভাবকসহ একাডেমির শিক্ষক-শিক্ষিকা এবং একাডেমির ম্যানেজিং কমিটিও এ শিক্ষা সফরে অংশগ্রহন করেন। সোমবার (১২মার্চ) নরসিংদির পাঁচদোনায় ড্রিম হলিডে পার্কে দিনব্যাপী এ শিক্ষা সফর আয়োজন করা হয়। এই দিন অনুষ্ঠানসূচির মধ্যে ছিল সকাল ৭.৩০ টায় অবিভাবক ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতি পর্ব। ৭.৪৫ মিনিটে জাতীয় সঙ্গীত ও শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, এরপর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী, অবিভাবকসহ সকলের জন্য দোয়া কামনা করে যাত্রা শুরু করা হয়। উক্ত অনুষ্ঠানে ছাত্র -ছাত্রীদের ও অভিবাবকের উদ্দেশ্য অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মরিয়ক আক্তার বলেন , শিক্ষা সফর শিক্ষার একটি বড় অংশ। শিক্ষার পাশাপাশি বিনোদনও করতে হবে। শিক্ষার মানোন্নয়নে ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের একযোগে কাজ করতে হবে , তাহলেই ভাল ফলের পাশাপাশি জ্ঞানার্জন সম্ভব হবে । শিক্ষার আলো ছড়িয়ে প্রতিষ্ঠানটি গৌরবের ১০বছর পার করে যাচ্ছে। প্রতিবছর অত্র একাডেমি থেকে শিক্ষা সফরের আয়োজন করা হয়। এ শিক্ষা সফরকে সফল করতে যারা সময় শ্রম দিয়ে বাস্তবায়ন করেছেন তাদের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন অবিভাবক বৃন্দ। এছাড়া শিক্ষা সফরের বিভিন্ন কর্মসূচিকে সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষে অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অক্লান্ত পরিশ্রম করে সময় ও পরামর্শ দিয়েছে তাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন অবিভাবকগন। ড্রিম হলিডে পার্কে প্রবেশ করে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী অবিভাবকরা আনন্দের সাথে দিনটি উপভোগ করেন। নামাযের বিরতীর পর খাবার পর্ব শেষ করে বিশ্রাম নেন। এরপর বিকাল ৩ টায় স্কুলের শিক্ষার্থী ইমরান, ফারুক, রনি, সাঈদ, সানি, রিফাত, নূর খান, হেনা, সাদিয়া, নিশা, তন্বি, শিউলি, জ্যোতি পরিবেশনায় কবিতা আবৃতি, গান, কৌতুক, নাচ, ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী এই অনুষ্ঠানের সফলতা যাদের অক্লান্ত পরিশ্রমে সফল হলো তারা হলেন, ম্যানেজিং কমিটির প্রধান ও প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মনির হোসেন। অত্র স্কুলের প্রধান শিক্ষক মরিয়ম আক্তার সহকারি শিক্ষক আব্দুল বাকী ও কবির এর পরিচালনায়, সহযোগিতা করেছেন, সহকারী শিক্ষক বলাই কুমার সূত্রধর, রাশেদ, ইউসুফ, এবং সহকারি শিক্ষিকা রিপা আক্তার, নাছিমা আক্তার, সোহানা আক্তার, শিল্পী আক্তার, সুমাইয়া আক্তার, সুলতানা আক্তার, মোক্তা পারভীন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়