অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হলে ক্যানবেরা যুক্তরাষ্ট্রের সহযোগিতায় এগিয়ে আসবে। মার্কিন ভূ-খণ্ড গুয়ামের কাছে পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রকাশের পর শুক্রবার তিনি এ কথা বলেন।
খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রের মাটিতে হামলা চালালে উত্তর কোরিয়াকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিয়ংইয়ংকে এমন সতর্ক বার্তা দেয়ার পর অস্ট্রেলিয়ার নেতা তাদের ঘনিষ্ঠ মিত্র ওয়াশিংটনকে সমর্থনের ব্যাপারে এ মন্তব্য করেন।
টার্নবুল মেলবোর্নের বাণিজ্যিক বেতার কেন্দ্র ত্রিএডব্লিউকে বলেন, ‘অস্ট্রেলিয়ার চেয়ে শক্তিশালী মিত্র দেশ যুক্তরাষ্ট্রের নেই। ’
তিনি বলেন, ‘আমাদের এ দুই দেশের মধ্যে এএনজেডইউএস চুক্তি রয়েছে। ফলে অস্ট্রেলিয়া বা যুক্তরাষ্ট্র আক্রান্ত হলে এই চুক্তির আওতায় আমরা পরস্পরের সহযোগিতায় এগিয়ে আসবো। ’
উল্লেখ্য, উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় কয়েক মাস ধরে ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply