Amar Praner Bangladesh

উত্তর বাড্ডায় সি.সি ক্যামেরা লাগিয়ে চালিয়ে যাচ্ছে দেহ ব্যবসা / মাদকের সেল সেন্টার : শিরোনামে সংবাদের প্রতিবাদ

মোঃ ফরহাদ আলী বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সম্মানিত উপদেষ্টা, একতা নাগরিক সোসাইটির সাধারণ সম্পাদক, উত্তর বাড্ডা কামিল মাদরাসা ও এতিমখানার ক্রীড়া সম্পাদক, বাড্ডা ইউনিয়নের সুধী সমাজের এক অন্যতম নাম মোঃ ফরহাদ আলী, সদা মিষ্টি ভাষী, সুখে-দু:খে গরীবের পাশে ডাকার আগে ছুটে যায়, তার নাম মোঃ ফরহাদ আলী, সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, তার নামে গত ১৬/০৮/১৭ইং তারিখে দৈনিক প্রথম সংবাদ পত্রিকায় উত্তর বাড্ডায় সি.সি ক্যামেরা লাগিয়ে চালিয়ে যাচ্ছে দেহ ব্যবসা / মাদকের সেল সেন্টার শিরোনামে উক্ত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রনোদিত বানোয়াট। কোন এক কু-চক্রী মহলের মদদে হেন সংবাদটি প্রকাশিত হয়, জনাব ফরহাদ সাহেব একজন সর্বজনীন সম্মানিত লোক তার বিরুদ্ধে হেন সংবাদের জন্য বাড্ডা এলাকাবাসী উক্ত পত্রিকার সংবাদের তীব্র প্রতিবাদ জানায়।