আল -আমিন তালুকদার :
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও আশকোনা হজ¦ ক্যাম্পের পাশের্^ বৃহত্তর উত্তরাস্থ কিশোরগঞ্জ জেলা ( জন কল্যান) সমিতির উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির – ২০১৯ এ লেন্স সহ ছানী অপারেশন, ঔষধ ও কালো চশমা ফ্রি দেওয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এড: সাহারা খাতুন এম.পি ঢাকা ১৮ সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী , প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ ।
উদ্বোধন করেন প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি কিশোরগঞ্জ -৪ ( ইটনা-আটগ্রাম-মিঠাইন) বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন বিপিত্রম (বার) পিপিএম , কমিশনার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ প্রধান উপদেষ্টা, বৃহত্তর উত্তারসহ কিশোরগঞ্জ জেলা ( জন কল্যান) সমিতি । বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোঃ আব্দুল হক নুরু প্রতিষ্ঠাতা, মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারী কলেজ, মিঠাইন, কিশোরগঞ্জ। মোহাম্মদ হারুন অর রশিদ বিপিএম (বার) পিপিএম (বার) পুলিশ সুপার, নারায়নগঞ্জ, সভাপতি-কিশোরগঞ্জ জেলা সমিতি- ঢাকা মহাসচিব-বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা ।
কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন -মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ,শহিদুল ইসলাম (জেমস্)-চেয়ারম্যান, উপজেলা পরিষদ, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ, ইয়াছির মিয়া -চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কুলিয়ারচর, কিশোরগঞ্জ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এম. এ কাদের খান – যুগ্ন সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঢাকা মহানগর উত্তর ,ড. দৌলতুন্নাহার খানম, পরিচালক-সোনালী ব্যাংক ও সাবেক উপ-ব্যবস্থাপক, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, খন্দকার মাহবুব আলম -তত্ত¡াবধায়ক প্রকৌলী, পুর/যান্ত্রিক বজ্য ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন,আব্দুল ওয়াদুদ চৌধুরী -চেয়ারম্যান, দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস). ঢাকা ,লায়ন ডাঃ মোঃ শাহীন রেজা চৌধুরী-সহযোগী অধ্যাপক (চক্ষু), প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক (ডাস), ঢাকা ।
বৃহত্তর উত্তারস্থ কিশোরগঞ্জ জেলা জন কল্যান সমিতির সভাপতি অধ্যাপক ডা: সাব্বির আহমেদ খান এব সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ হারুন অর রশিদ তালুকদার এর সন্তালনায় প্রধান অতিথির বক্তাব্যে এড: সাহারা খাতুন বলেন উত্তরাস্থ কিশোরগঞ্জ সমিতির উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির যে মহতি উদ্যোগ নিয়েছে তা সবজন প্রসংশিত একটি বিষয় । সকল সামাজিক সাংষ্কৃতিক সংগঠন এ ভাবে এগিয়ে আসলে গরীব মানুষ সুচিকিৎসা পাভে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সকল মানুষের সহজ শর্তে চিকিৎসার জন্য দশ টাকায় চিকিৎসা ব্যবস্থার চালু করেছেন তিনি নিজেও দশ টাকা দিয়ে চিকিৎসা নিয়ে সবাইকে বুঝিয়েছেন চিকিৎসামান অনেক উন্নত, পরিশেষে সকলের জ্ঞানগর্ব কথার পর সভাপতি সাহেব তার বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করেন , এবং বিনামূল্যে চক্ষু শিবির-২০১৯ এ সবাইকে চিকিৎসা নেওয়ার আহŸান জানান ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply