প্রাণের বাংলাদেশ ডেস্ক :
সৃষ্টিকর্তার সৃষ্টিকে ভালবাসলেই স্রষ্টার নৈকট্য লাভ সম্ভব। স্বার্থপর পৃথিবীতে নিজস্বার্থ ছেড়ে নিঃস্বার্থ হওয়া সাদা মনের মানুষ পাওয়া খুবই কঠিন। কিন্ত এই কঠিন ব্যস্ততায়ও কিছু মানুষ থাকে যাঁদের জন্যই বোধকরি আমরা এগিয়ে যাবার আলো দেখতে পাই। তেমনি একজন আলোকিত মানুষ এম এ রাজ্জাক খান রেজা।
তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র আদর্শ হৃদয়ে লালন করে তাঁর যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রধারাকে তরান্বিত করার লক্ষ্যে একটি সোনার বাংলা গড়ার প্রত্যয়ে নিরলসভাবে বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতি করে যাচ্ছেন। তিনি ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শকে বুঁকে লালন করে রাজনীতির পথে ছুটে চলেছেন সবসময়।
বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপকমিটির গুরুত্বপূর্ণ সদস্য পদ সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে রয়েছে তার সম্পৃক্ততা। তিনি একজন সৎ আওয়ামীলীগ নেতা হিসাবে বেশ পরিচিত। কিছু না লিখলে বা না দাগ দিলে যেমন সাদা কাগজের মূল্য থাকে না, ঠিক তেমনি ব্যক্তির জীবনে মনুষ্যত্ব কাজ বা গুন প্রকাশ না হলে প্রকৃত মানুষ তাকে বলে কি? আমরা এই কলমে এমন এক মানুষকে তুলে ধরতে চাই যার হৃদয়, কাজ, চেহারা, ব্যক্তিত্ব অতুলনীয়। হৃদয়টা হচ্ছে সহজ-সরল, স্নেহ-ভালোববাসায় পূর্ণ।
স্বার্থ ছাড়া অতি পরিশ্রমী, অসহায়কে সাহায্য দানই হচ্ছে তাঁর কাজ। আর যদি চেহারার কথা বলি, তাহলে বলবো শত লোকের মাঝেও আমি তাঁর মিল পাইনি। সাধারণ পোশাক-আশাক পড়েই তিনি একজন সুন্দর ব্যক্তিত্বের অধিকারী। বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন বলেই হয়তো বা আপনারা জানেন না একটি স্বর্গ সুখের রাজ্য আছে। সবাই এখানে সুখী। এম এ রাজ্জাক খান রেজা শুধু পরিবারের চোখেই নয়, আরো অনেকের চোখেই তিনি এক সাদা মনের মানুষ। এম এ রাজ্জাক খান রেজা অনেক আগে থেকেই তার মনের ইচ্ছা ছিল সমাজের জন্য বা দেশের উপকারের জন্য কিছু করতে। তার একটাই বিশ্বাস ছিল যে সৃৃষ্টিকর্তা সব জানেন, তিনি কাউকে নিরাশ করেন না। আর এই প্রত্যয় নিয়ে কাজ করে চলছেন তিনি।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply