সামছুদ্দিন জুয়েল :
গাজীপুরের গাছা মেট্রো থানা বোর্ডবাজার বটতলা রোডে ছালেহা সুনামধন্য ডেইরী ফার্ম এই এলাকার শিশু খাদ্য উৎপাদনে একটি দুগ্ধ খামার।
ছালেহা ডেইরী ফার্মের মালিক শেফালী বেগম জানান, ছালেহা আমার শাশুড়ীমা আমার যখন বিয়ে হয় তখন আমি আমার শশুর বাড়ী এসে তার একটি গাভী পাই। আমি গাভীটির লালন পালন করি এবং যা দুধ হয় তা দিয়ে পরিবারের চাহিদার পর কিছু বিক্রয় করি।
একদিন টিভিতে দেখি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বলেন একটি বাড়ি হবে একটি খামার। তখন আমি তার কথায় উৎসাহিত হয়ে আরও একটি গাভী ক্রয় করি এবং দুধ বিক্রয় করি ভালোই চলে।
কিছুদিন পর প্রধান মন্ত্রীর একটি বাড়ি একটি খামার প্রকল্পে লোনের আবেদন করি ও লোন হয় সহজে তখন আমার এই খামার বড়ো হতে থাকে।
এখন আমার খামারে ৪০ টি গরু আছে ২৫০ লিটার দুধ হয় আমার জীবন ধন্য মাননীয় প্রধানমন্ত্রীর একটিবাড়ি একটিখামারের জন্য।
আমার ড্রেনেজ ব্যবস্থা আছে সবসময় পশু ডাক্তারের পরামর্শ নেই মল মুত্র দিয়ে বায়ু গ্যাসের মাধ্যমে জালানি হয়।
শেফালী দৈনিক আমার প্রানের বাংলাদেশকে বলেন দু একজন পার্শ্ববর্তী দুষ্কৃতকারী লোকজন আমার উন্নতি তাদের ভালো লাগেনা, আমি সরকারের সহযোগিতা পেলে এই শিশু খাদ্য উৎপাদনে এগিয়ে আসতে চাই।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply