এলাকাবাসী জানায়, গত শনিবার দুপুর ১টার দিকে কেশবপুর গ্রামের মৃত রওশন আলীর ছেলে বাজারের ব্যবসায়ী প্রভাতী ষ্টোরের মালিক মিনজুল হক কুশাডাঙ্গা গ্রামের খাল পাড়ার নজরুল ইসলামের মেয়ে দত্তনগর এস এ ফার্ম মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে হাসাদাহ মতিয়ার ফকিরের আস্তানায় নিয়ে যায়। পরে তাকে আস্তানার একটি ঘরে নিয়ে ধর্ষণ করে।
এ সংবাদ পেয়ে হাসাদাহ পুলিশ ফাঁড়ীর কয়েকজন সদস্য তাদের কে আটক করে । পরে বাঁকা ব্রিকফিল্ডের নিকট এক ওয়েল্ডিং এর দোকানে নিয়ে দেন দরবার করে ছেড়ে দেয়।
হাসাদাহ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এস আই শাহাদৎ হোসেন জানান, আমরা কোন ধর্ষক বা ধর্ষিতা কে আটক করিনি। দত্তনগর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এস আই রবিউল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় আমার কাছে কেউ কোন অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply