ডেস্ক নিউজঃ
কোন প্রকার উপসর্গ ছাড়াই COVID-19 আক্রান্ত অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি জনাব প্রলয় চিসিম।
মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ অফিসিয়াল ফেসবুক পেইজে তিনি নিজেই এ তথ্য দেন।
তিনি বলেন, “COVID-19 যতটা না physical তার চেয়ে বেশি mental warfare. পজিটিভ রেজাল্ট পাওয়ার সাথে সাথে মনোবল স্বাভাবিক রেখে মনকে চাঙা রেখে মোকাবিলা করতে হবে।”
উল্লেখ্য করোনা কালের শুরু থেকেই তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত কোয়ারান্টাইন, আইসোলেশন ব্যবস্থা, নগরীর প্রবেশদ্বার সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম তদারকির পাশাপাশি আক্রান্ত ও কর্তব্যরত সহকর্মীদের স্বাস্থ্য সুরক্ষাসহ মনোবল চাঙ্গা রাখতে বিশেষ ভূমিকা রেখেছেন।
সকলের কাছে দোয়া প্রার্থী, বরিশাল মেট্রোপলিটন পুলিশের COVID-19 আক্রান্ত সকলেই যেন দ্রুত আরোগ্য লাভ করে স্বল্পতম সময়ে জনগণের সেবায় নিয়জিত হতে পারেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply