Amar Praner Bangladesh

এবার প্রকাশ্যে সঞ্জয়-মান্যতার পার্সোনাল ভিডিও!

কারাগার থেকে ফিরেই বাজিমাত করেছেন সঞ্জয় দত্ত। মুক্তি পেয়েছে তাঁর আসন্ন ছবি ‘ভূমি’র ট্রেলার।

ছবির প্রচার, শুটিং বাদে বাকি সময়টা পরিবারের সঙ্গে কাটাতেই পছন্দ করেন তিনি। কারণ এ বলিউড অভিনেতা এখন পুরোদস্তুর ফ্যামিলি ম্যান। সম্প্রতি স্ত্রী মান্যতার সঙ্গে একান্তে সময় কাটাচ্ছিলেন অভিনেতা। সেই ভিডিও মান্যতা স্বয়ং শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

কয়েক দিন আগে সঞ্জয়ের প্রথম পক্ষের মেয়ে ত্রিশলার জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন দত্ত পরিবারের আত্মীয়-বন্ধুরা। সেখানেই মান্যতার সঙ্গে জমিয়ে নেচেছেন সঞ্জয়। সেই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে মান্যতা লেখেন, ‘যখন বাবা পা নাচালেন…। ’

ত্রিশলার সঙ্গে মান্যতার সম্পর্ক বেশ ভাল। এই মুহূর্তে মেয়ে অভিনয়কে ক্যারিয়ার হিসেবে বেছে নিক, তা বাবা হিসেবে একেবারেই চান না সঞ্জয়। আপাতত ত্রিশলা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকুক, সেটাই সঞ্জয়ের ইচ্ছে।