নিজস্ব প্রতিবেদক :
খুলনার নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক আওয়ামী লীগের বিজয়ে দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলের তৈরি নৌকা দিয়ে শুভেচ্ছা জানান।
রোববার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন খুলনার নবনির্বাচিত নগরপিতা। অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেয়র ও কাউন্সিলররা। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করায় খুলনার জনগনকে ধন্যবাদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেখানকার উন্নয়ন এখন আরো ত্বরান্বিত হবে। আর বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের ফলেই খুলনার জনগণ আওয়ামী লীগের প্রার্থীকে বেছে নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন পুরোপুরে স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করেছে। তারা দলীয় মন্ত্রীদের নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে দেয়নি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের যে রকম নিয়ম, তাতে আমাদের হাত-পা বাঁধা।
তিনি বলেন, খুলনা সিটি নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হয়েছে। এতো সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে কবে হয়েছে? তারপরও যারা এই নির্বাচন নিয়ে কথা বলে তাদের আমি এই জবাব দিতে চাই না। বাংলাদেশে নির্বাচন নিয়ে যে খেলা, সীল মারা, ভোটের বাক্স চুরি করাসহ যত অপকর্ম হয়েছে তা শুরু করে গেছেন জিয়াউর রহমান।প্রধানমন্ত্রী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সাল নাগাদ উন্নত করে গড়ে তোলায় তার রাজনৈতিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শেখ হেলাল এমপি এবং দলের কেন্দ্রীয় ও খুলনার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ মে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হওয়ায় নবনির্বাচিত মেয়র এবং খুলনাবাসীকে অভিনন্দন জানান।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply