মোমিনুল ইসলামঃ
সর্বস্তরের মানুষের বুক ভরা ভালবাসা নিয়ে হাজরাবাড়ি পৌরসভা নির্বাচনে ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে পানির বোতল মার্কা প্রতীকে নির্বাচন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন হাজরাবাড়ি পৌরসভা কড়ইচড়া গ্রামের কৃতি সন্তান, রাজনীতিবিদ ও সমাজসেবক নুর মোহাম্মদ ইসমাইল (লাজু) ।
তিনি কড়ইচড়া গ্রামের সন্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন। তার পিতার নাম মরহুম ডাঃ নূরুর রহমান ।
কাউন্সিলর পদপ্রার্থী নূর মোহাম্মদ ইসমাইল (লাজু) এলাকায় সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহণ করে থাকেন। এলাকায় অসহায় ও হত দরিদ্র পরিবারের পাশে থেকে সহযোগীতা ও সহমর্মিতার হাত প্রসারিত করেছেন।
তিনি জানান, জনসেবা মুলক কাজ করতে পারলে সত্যিই খুব বেশী ভাল লাগে। মানুষের ভালবাসা নিয়ে পৌর নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচন করবো ইনশাআল্লাহ ।
মুলত মানুষকে সেবা দেওয়ার প্রত্যয় নিয়ে কাউন্সিলর পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।মানুষের ভালবাসায় নির্বাচিত হবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি আরো বলেন, জনপ্রতিনিধিদের কাছে ভোটারদের প্রত্যাশা অনেক। অতীতে আমি জনপ্রতিনিধি না হয়েও সাধ্যের মধ্যে তাদের সেই দাবিগুলো পূরণ করার চেষ্টা করেছি। জনপ্রতিনিধিদের কাছে সাধারণ মানুষ যে বিষয়টা সব থেকে বেশি আশা করে সেটা হলো ভাল ব্যবহার ও বিপদ-আপদে পাশে থাকার।
আমি এ বিষয়গুলো বিশ্বাস করি ও নিজে ধারণ করে কাজ করি। নির্বাচনী বৈতরণী পার হওয়ার পর অনেকেই জনগণের কথা ভুলে গিয়ে তাদের পাত্তা দিতে চাননা। আমি ইতিপূর্বে কারো সাথে খারাপ আচরণ করেছি বা কারো বিপদ-আপদে সময় পাশে দাড়ায়নি এমন কথা কেউ বলতে পারবেনা। সব সময় চেষ্টা করেছি মানুষের কল্যাণে কাজ করার। নির্বাচিত হতে পারলে অতীতের মতো মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে অগ্রণী ভুমিকা রাখবো। মহান আল্লাহ যদি আগামী নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচিত করলে ওয়ার্ড বাসীর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে যাবো ইনশাআল্লাহ । তিনি ওয়ার্ড বাসীর কাছে দোয়া সমর্থন ও সহযোগীতা কামনা করেছেন।
Leave a Reply