মনির হোসেন (শিশির) :
গত শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে এসআর মিউজিক স্টার এওয়ার্ড অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে তরুণ কণ্ঠশিল্পী ছোঁয়াকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এশিয়ান টিভির চেয়ারম্যান সিইআইপি হারুন অর রশীদ ও অভিনেত্রী রেবেকা রউফ এর হাত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন কণ্ঠশিল্পী ছোঁয়া।
অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অ্যাওয়ার্ড প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই সাথে নাচ ও গানের মাধ্যমে সাংস্কৃতিক আয়োজনও করা হয়েছিল।
এই বিষয়ে ছোঁয়া বলেন, এ সম্মান আমাকে অনুপ্রাণিত করবে নিষ্ঠার সঙ্গে আরও ভালো গান গাওয়ার। েস্বীকৃতি ও সম্মান একজন শিল্পীর দায়বদ্ধতা বাড়িয়ে দেয়। তিনি আরো বলেন, ‘এমন স্বীকৃতি পেয়ে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এমন স্বীকৃতি ও সম্মান সব সময়ই আনন্দদায়ক। প্রত্যেক শিল্পীই কাজের স্বীকৃতি পেতে চায়। আজ আমাকে যে সম্মান দেওয়া হলো, এতে সৃষ্টিকর্তা, আমার মা-বাবা, শ্রোতা, সবার কাছেই কৃতজ্ঞতা। যখন এমন সম্মাননা পাই তখন ভাবতে থাকি, আসলে আমি এর যোগ্য কি না! সেই যোগ্য যেন হয়ে উঠতে পারি, সব সময় সেই প্রার্থনা করি।’
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply