Amar Praner Bangladesh

ওডিআই দলে ফিরছেন গেইল

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে দলের সিনিয়র ক্রিকেটারদের সম্পর্কের উন্নতি ঘটেছে। আর তারই হাত ধরে  আবারও ওয়ানডেতে ফিরছেন ক্রিস গেইল।

ইংলান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে দেখা যেতে পারে এ ব্যাটিংদানবকে।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে দলের সিনিয়র ক্রিকেটারদের টানাপোড়েন ঘটনা নতুন কিছু নয়। তবে গত জানুয়ারিতে উইন্ডিজ ক্রিকেট বোর্ডে জনি গ্রেভ নতুন চিফ এক্সিকিউটিভ হিসেবে নির্বাচিত হওয়ার পর নতুন বাতাস বইতে থাকে।

ইল্যান্ডের বিপক্ষে ওডিআইতে গেইলের ফেরা নিয়ে জনি গ্রেভ জানান, ‘সম্প্রতি ভারতের বিপক্ষে এভিন লেইসের দুর্দান্ত সেঞ্চুরি আমাকে ক্রিস গেইল এবং মারলন স্যামুয়েলসের কথা স্মরণ করিয়ে দেয়। আমি আশা করছি ইংল্যান্ডের বিপক্ষে তাদের দু’জনকেই স্বরূপে দেখতে পাবো। ’

এর আগে প্রফেশনাল ক্রিকেটার’স অ্যাসোসিয়েশনের সঙ্গে কাজ করেছেন জনি গ্রেভ। কাজ করেছেন খেলোয়াড় এবং প্রশাসকদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন নিয়ে।

উল্লেখ্য, সেপ্টেম্বরে পাঁচটি ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবে টিম ওয়েষ্ট ইন্ডিজ। এরপর ডারহামের চেস্টার লি শহরে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দু’দল।