মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম আরও বেশি জোড়ালো এবং নিয়মিত করতে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন কার্যক্রম কঠোরভাবে শুরু হতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দেবিদ্বার উপজেলার ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদরাসা পরিদর্শন করেন দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম আলী জিন্নাহ। এসময় আরো উপস্থিত ছিলেন একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ মাইনুদ্দিন।
বুধবার (০৩ আগস্ট ২০২২ খ্রিঃ) ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পাঠদান কার্যক্রম পরিদর্শনে শ্রেণিকক্ষে যান। এসময় শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। শিক্ষার্থীদের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি।
এসময় মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি কাজী শাহ আলম ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষক,শিক্ষিকা,কর্মকর্তা,কর্মচারিরা উপস্থিত ছিলেন।
এদিকে,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাদরাসায় পৌঁছালে শিক্ষক শিক্ষিকাবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি মাদ্রাসার একাডেমিক ভবন নির্মাণ কাজ ও সদ্য নির্মিত ভবনসমূহ পরিদর্শন করেন।
দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা পরিদর্শন করি। প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আশানুরূপ উপস্থিতি লক্ষ্য করা যায়। সবাই স্বাস্থ্যবিধি মেনে শ্রেণির পাঠদান কার্যক্রম সম্পন্ন করছে। সরকারি নির্দেশনা অনুযায়ী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি কার্যক্রম চলমান রাখতে নির্দেশ প্রদান করা হয়।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply