আল-আমিন হোসাইন;নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধিঃ
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, ইসলামী মূল্যবোধ থেকেই কওমী মাদ্রসা শিক্ষাকে সর্বোচ্ছ স্বীকৃতি দিয়েছে সরকার। অতীতে মাদ্রাসা শিক্ষা চরমভাবে অবহেলিত ছিল। তাই জাতীয় শিক্ষানিতীতে মাদ্রাসা শিক্ষাসহ ইসলামী মূল্যবোধকে বিশেষ গুরুত্ব দিয়ে বর্তমান সরকার ইসলামী শিক্ষার পুর্নগঠনে যুগান্তকারী নানা পদক্ষে গ্রহন করেছে।
১৮এপ্রিল বৃহস্পতিবার রাতে নাজিরপুর উপজেলা সদর বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে সিরাজুল হক সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে দুইদিন ব্যাপি ওয়াজ ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাইখুল হাদীস আলহাজ্ব মাওঃ শেখ রফিক আহমেদ মহল্লীর সভাপতিত্বে ও মুফতী ওবাইদুল্লাহ জোবাই এবং মুফতী মিজানুর রহমান সাইফীর পরিচালনায় তাফসীর পেশ করেন, হযরত মাওলানা মুফতী আব্দুল কুদ্দুস, হযরত মাওলানা আরিফ বিল্লাহ, হযরত মাওলানা ডা. সিরাজুল ইসলাম, হযরত মাওলানা শামসুল হক।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাত হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিরোজপুর জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌসলী মো. হুমাউন কবির, উপজেলা প্রকৌসলী মো. জাকির হোসেন মিয়া, নাজিরপুর সদর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন খান প্রমূখ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply