দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলি বাজারে কমেছে সবজির দাম। আবহাওয়া অনুকূলে থাকায় সবজির ফলন ভালো। বাজারে আমদানি প্রচুর যার কারণে দামও কমে গেছে, বলছেন সবজি ব্যবসায়ীরা। আবার কম দামে কিনতে পেরে খুশি সাধারণ ক্রেতারা।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হিলি সবজি বাজার ঘুরে জানা যায়, শীতকালীন সবজি বিরামপুর-পাঁচবিবি থেকে পাইকারি দরে কিনে আনেন ব্যবসায়ীরা। বর্তমান এসব সবজি বেগুন ১৭ টাকা কেজি দরে পাইকারি ক্রয় করে তা ২০ টাকা কেজি দরে খুচরা বিক্রি করছেন তারা। শিম ২৫ টাকা কেজিতে কিনে তা ৩০ টাকা খুচরা বিক্রি। পটল ৭০ টাকা পাইকারি তা খুচরা ৮০ টাকা বিক্রি। ফুলকপি ১০ টাকা পিচ পাইকারি তা খুচরা ১৩ টাকা পিস বিক্রি। বাঁধাকপি ৮ টাকা পিচ পাইকারি তা খুচরা ১০ টাকা। টমেটো পাইকারি ১৮ টাকা তা খুচরা বিক্রি ২২ টাকা কেজি। খিরার কেজি ২০ টাকা, খুচরা বিক্রি ২৫টাকা। কাঁচামরিচ পাইকারি ৯০ টাকা, তা খুচরা বিক্রি হচ্ছে ১০০ কেজি। আলুর পাইকারি ১৬ টাকা, তা খুচরা বিক্রি হচ্ছে ১৮ টাকা। পেঁপের পাইকারি ১৬ টাকা, তা খুচরা বিক্রি ২০ টাকা। গাজরের পাইকারি বাজার ২২ টাকা, তা খুচরা বিক্রি করছেন ব্যবসায়ীরা ২৫ টাকা কেজি দরে। কম দামে সব সবজি কিনতে পেরে খুশি সাধারণ ক্রেতারা।
বাজারে সবজি কিনতে আসা লুৎফর রহমান প্রাণের বাংলাদেশকে বলেন, বাজারে প্রায় সব সবজির দাম নাগালের মধ্যে। অন্যান্য খাদ্যসামগ্রীর মধ্যে সবজির দাম কম। সবজি কিনে স্বস্তি পাচ্ছি আবার খেয়ে তৃপ্তি পাচ্ছি। রমজান মাসে সবজির দাম কম থাকলে অনেক ভালো হতো।
হিলি বাজারে সবজি ব্যবসায়ী সোহেল রানা প্রাণের বাংলাদেশকে বলেন, বর্তমান সব সবজির দাম কম। বিরামপুর পাঁচবিবি থেকে আমরা পাইকারি কিনে এনে তা খুচরা বিক্রি করি। কম দামে কিনে তা কম দামে বিক্রি করছি।
সবজি ব্যবসায়ী আব্দুল খালেক প্রাণের বাংলাদেশকে বলেন, সামনে আসছে পবিত্র রমজান মাস, আশা করছি সবজির দাম তেমন বাড়বে না। বাজার সব প্রকার সবজির প্রচুর আমদানি আছে। এবার কৃষকদের রবিশস্যর ফলন ভালো হয়েছে। বাঁধাকপি ফুলকপির উৎপান বেশি, দামও অনেক কম। মানুষ এগুলো কম দামে কিনে তা গো-খাদ্য হিসাবে ব্যবহার করছেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply