নিজস্ব প্রতিবেদক:
করোনায় আক্রান্ত ছিলেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। এই লেখক, গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বৃহস্পতিবার বিকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাতে তার করোনা টেস্টের রিপোর্ট পাওয়া গেছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
বৃহস্পতিবার রাতে তার ছেলে আনন্দ জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজকে সকালে আব্বার নমুনা নেয়া হয়। পরে বিকালে মারা যাওয়ার পরও নমুনা নেয়া হয়েছে। একটু আগে জানতে পারলাম, রেজাল্ট পজেটিভ এসেছে।
শুক্রবার বাংলা একাডেমি চত্বর এবং অন্যান্য স্থানে তার বাবার মরদেহ নিয়ে যাওয়ার পরিকল্পনা বাতিল করা হয়েছে উল্লেখ করে আনন্দ বলেন, ‘শুক্রবার সকালে লাশ আমাদের কাছে হস্তান্তর করা হবে। সরকারের দাফনের নিয়ম অনুসারে তাকে আমার দাদার কবরের পাশে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।’
জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান (৮৩) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বিকাল ৪টা ৫৫ মিনিটের দিকে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
এর আগে, শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর গত ১০ মে অধ্যাপক ড. আনিসুজ্জামানকে ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply