ষ্টাফ রিপোর্টার :
করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন আশিয়া ফাউন্ডেশন। এই মহামারিতে অনাহারে থাকা মানুষের হাতে খাবার তুলে দিচ্ছেন তারা। পৌঁছে দিচ্ছেন শিশুখাদ্য। নিয়েছেন জীবানুনাশক পৌঁছানোর কর্মসূচি। আশিয়া ফাউন্ডেশনের সদস্যরা জানালেন, এই দুর্যোগে তারা চেষ্টা করছেন মানুষের সেবায় এগিয়ে আসার। প্রায় ৫ শতাধিক রিক্সাওয়ালাদের মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজেশন বিতরণ করেছেন। বিকেল হলেই গ্রুপের সদস্যরা খাবার নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় বের হয়ে পড়েন। যেখানে যাকে অভুক্ত দেখতে পান, তার হাতে খাবার তুলে দেন। প্রায় এক মাস ধরে নিজেদের উদ্যোগে এ কাজ করছেন তারা। তারা জানান, দিনে টাকা সংগ্রহ, খাদ্যসামগ্রী কেনাকাটা এবং রান্না করে প্যাকিং করেন। আর বিকেলে দল বেঁধে বিতরণে বের হন। রমজানের আগে স্প্রে মেশিন নিয়ে বের হতেন আশিয়া ফাউন্ডেশনের সদস্যরা।
প্রায় ৬ শতাধিকেরও বেশি পরিবারকে চাল, ডাল, আলু, লবণ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যাদি দেওয়া হয়। বিভিন্ন পরিবারকে বিস্কুট, দুধ, সহ অন্যান্য শিশু খাদ্য দেওয়া হয়। রাজধানীর বিভিন্ন এলাকার অতিদরিদ্র পরিবারগুলোকে খুঁজে বের করে সহায়তা দিচ্ছেন তারা। ইতিমধ্যে দক্ষিণখান, উত্তরা, শ্যামলী, পুরান ঢাকা, গাইবান্ধা, কুমিল্লা, খুলনা,পাবনা, ফরিদপুরে এই সহযোগীতা পৌঁছে দেওয়া হয় সাধ্যমতো। এই গ্রুপের জ্যেষ্ঠ সদস্য তালহা জানালেন, নানা সীমাবদ্ধতা থাকলেও তারা এ কার্যক্রম থেকে পিছিয়ে যাননি। তবে এখন অর্থ সংগ্রহে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন।
পরিচিত জায়গাগুলো থেকে ইতোমধ্যে সহায়তা নিয়েছেন তারা। ব্যয় করেছেন নিজেদের ব্যক্তিগত সমস্ত সঞ্চয়। তবে সংকট থাকলেও ঈদের আগেই কিছু পরিবারকে সেমাই, চিনি আর দুধ পৌছে দেওয়ার প্রত্যয় তাদের। তাদের বিশ্বাস, এই কার্যক্রমে নিশ্চয়ই শুভাকাঙ্খীরা পাশে দাঁড়াবেন। তারা মনে করেন, এ দুর্যোগে ন্যূনতম সম্পদ ভাগাভাগি করে টিকে থাকার চেষ্টা। তালহা বলেন, গত দুই মাসের কাজের অভিজ্ঞতা থেকে বুঝেছি, সামনে আরও বড় দুর্যোগ আসছে।
এ সময় সবারই উচিত অন্যের পাশে থাকা। মানুষকে বাঁচাতে এগিয়ে আসা। শুভাকাঙ্খীরা বলছেন, করোনা দুর্যোগে যখন চারদিকে সবকিছু ভেঙে পড়ছে এবং অনিশ্চয়তা জনসমাজকে গ্রাস করছে- তখন স্থানে স্থানে গড়ে উঠা তরুণদল রাস্তায় নেমেছে মানুষকে বাঁচাতে। এ বিষয়টি অবশ্যই আশার দিক। আশিয়া ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে জানা যাবে তাদের ফেসবুক পেজ থেকে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply