Amar Praner Bangladesh

করোনায় আক্রান্ত তানজিন তিশা

 

 

নিজস্ব প্রতিবেদকঃ

 

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এমন তথ্য নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।

ফেসবুক স্ট্যাটাসে তিশা লিখেছেন, ‘আমার দুদিন জ্বর থাকায় আশপাশের মানুষের নিরাপত্তার জন্য নিজের ইচ্ছেয় গিয়ে করোনা টেস্ট করাই। রিপোর্টে আমার করোনা ধরা পড়ে। বর্তমানে আমি ভালো আছি। শুধু কোনো কিছুর গন্ধ পাচ্ছি না। তাই আমি এখন বাসায় আইসোলেশনে আছি। সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।’

করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার পর শুটিংসহ সকল কাজ বন্ধ রেখেছেন তিশা। ১৪ দিনের আইসোলেশন শেষে দ্বিতীয়বার টেস্ট করাবেন তিনি। নেগেটিভ রেজাল্ট হাতে পেলে আবার কাজে ফিরতে চান ছোট পর্দার জনপ্রিয় এই তারকা।