নিজস্ব প্রতিবেদকঃ
দেশে বেড়েই চলেছে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৪১ জন এবং মারা গেছে ১৪ জন। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৮৩ জনে। সুস্থ হয়েছে ৬৪ জন।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৭ হাজার ৮৩৭টি। নমুনা পরীক্ষা করেছি ৭ হাজার ৩৯২টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ১ হাজার ৪১ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১৮ হাজার ৮৬৩ জন।’
মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ১১ জন ও নারী তিনজন। এর মধ্যে ঢাকার ৯ জন। বাকি পাঁচজন চট্টগ্রামের।
তাদের বয়স বিশ্লেষণে ৪১-৫০ পাঁচজন, ৫১-৬০ পাঁচজন, ৩১-৪০ একজন, ২১-৩০ একজন এবং ৭১-৮০ বছরের মধ্যে দুইজন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply