খুলনা প্রতিনিধিঃ
শনিবার বেলা ১১টার দিকে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে খুলনায় এক বৃদ্ধের মৃত্যু। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত মুজিবর গাজী (৭০) বটিয়াঘাটা উপজেলার সবুজবাগ গ্রামের মান্নান গাজীর ছেলে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, সকালে তাকে হাসপাতালে নিয়ে আসা হলে পরীক্ষা নীরিক্ষা শেষে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরে জ্বর ছিল এবং হার্টের সমস্যা ছিল।
তিনি আরও বলেন, মৃত ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে খুমেকের আরটিপিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply