আন্তর্জাতিক ডেস্ক:
করোনা ভাইরাসট জাতিগত রোগ হিসেবে আমাদের সাথেই থাকতে পারে এবং হয়তো কখনোই শতভাগ নির্মূল হবে না বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বুধবার (১৩ মে) করোনা নির্মূল বিষয়ে ধারণা প্রকাশ করার ব্যাপারে সতর্ক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমার্জেন্সি বিষয়ের পরিচালক ডা. মাইক রায়ান এ তথ্য জানিয়েছেন।
মাইক রায়ান বলেন, করোনার প্রতিষেধক যদি পাওয়াও যায়, তবুও এ ভাইরাস নিয়ন্ত্রণ করার জন্য ‘ব্যাপক প্রচেষ্টা’ চালাতে হবে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
এখন পর্যন্ত সারা বিশ্বে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৪ লাখের বেশি মানুষ এবং প্রায় তিন লাখ মানুষ মারা গেছে।
জেনেভার ভার্চুয়াল প্রেস কনফারেন্সে ড. রায়ান বলেন, ‘এ ভাইরাস জাতিগত রোগ হিসেবে আমাদের সঙ্গেই থাকতে পারে এবং হয়তো কখনোই শতভাগ নির্মূল হবে না।’
তিনি বলেন, জনগোষ্ঠীর মধ্যে এটি আরেকটি সাধারণ ভাইরাস হিসেবে থেকে যেতে পারে, যেটি কখনোই পুরোপুরি ধ্বংস হয়ে যাবে না। এই বিষয়টি আলোচনার টেবিলে তোলা খুবই গুরুত্বপূর্ণ।
যেমন এইচআইভিও চলে যায়নি, কিন্তু আমরা ভাইরাসটির সঙ্গে সমঝোতায় এসেছি। আমি বিশ্বাস করি না কখন এই ভাইরাসটি অদৃশ্য হবে তা কেউ অনুমান করতে পারবে।
১শ’টিরও বেশি সম্ভাব্য টিকা তৈরির কাজ চলছে। কিন্তু এমন অনেক রোগ আছে যেমন হাম, টিকা থাকার পরও সেটি নির্মূল হয়নি।
ড. রায়ান যোগ করেন, অনেকে মনে করছেন লকডাউন একেবারে ঠিকমতো কাজ করছে আর লকডাউন তুলে নেওয়াও ঠিক হবে। কিন্তু দুটি সিদ্ধান্তই ঝুঁকিপূর্ণ।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। পরে বিশ্বব্যাপী তা মহামারী রূপ ধারণ করে। বর্তমানে সারাবিশ্বে ৪৪ লাখেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত আর প্রাণ হারিয়েছে প্রায় ৩ লাখ মানুষ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply