সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দশমিনা উপজেলায় করোনা জয়ী তিনজনকে ফুলেল শুভেচ্ছা ও প্রধানমন্ত্রী’র পক্ষ থেকে চেক প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে ফুলেল শুভেচ্ছা ও প্রতিজনকে পাঁচ হাজার টাকার চেক প্রদান বিতরণ করা হয়।
করোনা যুদ্ধে জয়ীরা হলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটেরি ইন্সেপেক্টর মোঃ শাহাবুদ্দিন ও তার স্ত্রী মোসাঃ পপি আক্তার ও কাটাখালী গ্রামের মোঃ নাইমুল ইসলাম। করোনা জয়ীদের মাঝে চেক বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ”লীগের সভাপতি আব্দুল আজিজ মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন পালোয়ান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস এ প্রতিনিধিকে জানান, করোনা জয়ীদেরকে ফুলেল শুভেচ্ছা ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রতিজনকে পাঁচ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। পরে তাদেরকে বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেয়া হয়েছে। তারা যার যার বাসায় ফিরে যাচ্ছেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply